সাহিত্য পরিষদের হেমন্তকালীন সাহিত্য উৎসব


নভেম্বর ৩ ২০২৪

সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের কার্যনিবাহী কমিটির সভা ও হেমন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শহীদুর রহমান। এতে ড. দিলারা বেগম, অধ্যাপক মো. মোজাম্মেল হোসেনসহ জেলা সাহিত্য পরিষদের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। সভায় ১৬ নভেম্বর সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। সভা শেষে হেমন্তকালীন সাহিত্য উৎসবে উপস্থিত কবি-সাহিত্যিকগণ তাদের লেখা পাঠ করেন।