‘লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী’র তৃতীয় আউটলেট উদ্বোধন


নভেম্বর ৩০ ২০২১

স্টাফ রিপোর্টার: শহরের খুলনা রোড মোড়ে ‘লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী’র তৃতীয় আউটলেট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে লেক ভিউ ক্যাফে এন্ড বেকারীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। উন্নত মানের নানা অভিজাত্যের খাবারের বিশ্বস্ততার নিশ্চয়তা নিয়ে তৃতীয় আউটলেটের যাত্রা শুরু করেছে লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তুফান কোম্পানী লি. এর পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন ‘লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী’র ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নূর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. শফিকুল আলম বাবু, কায়ছারুজ্জামান হিমেল, একেএম আব্দুল্লাহ সিরাজ, শেখ আব্দুস সোবহান খোকন, মীর তাজুল ইসলাম রিপন, সাংবাদিক আব্দুর রহমান প্রমুখ।
এছাড়া তুফান ডেন্টাল ক্লিনিক সংলগ্ন ‘লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী’র প্রথম আউটলেট এবং শহরের নিউ মার্কেট সংলগ্ন ‘লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী’র দ্বিতীয় আউটলেট রয়েছে। উল্লেখ্য, সুস্বাদু বাহারি ও রুচি সম্মত ফাস্টফুড, জন্মদিনের কেকসহ বাহারি খাবার নিয়ে উদ্বোধন করা হয়েছে লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী। প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া পরিচালনা করেন কামালনগর বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. মুফতি ইয়াছিন আলম খান। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।