সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা


সেপ্টেম্বর ৩০ ২০২১

আব্দুর রহমান: সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন প্রবীণ হিতৈষী সংঘের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল্লাহ সিরাজ। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, কামরুল ইসলাম ফারুক, মো. আব্দুর রব ওয়ার্ছী, মোহাম্মাদ আলী সিদ্দিকী, এড. ওসমান আলী, সম হায়দার আলী, সিরাজুল ইসলাম, নাজিরা বেগম প্রমুখ। বক্তারা জানান, ‘সমাজে প্রবীণ ব্যক্তিদের শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয়, নৈতিক ও চিত্তবিনোদনমূলক কর্মকান্ডে প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন। সামাজিক বিচ্ছিন্নতা কমানোর জন্য সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ বৃদ্ধির সুযোগ সৃষ্টি ও প্রবীণদের ক্ষমতায়নে সহায়তা প্রদান করা দরকার। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সম্পদ, মর্যাদা, লিঙ্গ, বয়স নির্বিশেষে রাষ্ট্রে প্রবীণ ব্যক্তিদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা প্রয়োজন। আজ যারা উদ্যমী তরুণ প্রাণ, আগামী দিনে তারাই প্রবীণ হবেন। তাই সমাজের গুরুত্বপূর্ণ অংশ প্রবীণদের কথা গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন। প্রবীণদের শারীরিক, মানসিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত না হলে একটি রাষ্ট্র কখনোই কল্যাণ রাষ্ট্র হতে পারে না।’ এসময় সংঘের সকল সদস্যবৃন্দের মাঝে টি শার্ট ও ক্যাপ প্রদান করা হয়।