উপশম’র উদ্যোগে সাতক্ষীরায় ফ্রি অক্সিজেন সিলিন্ডার বিতরণ


সেপ্টেম্বর ২ ২০২১

শেখ কামরুল ইসলাম: সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ফ্রি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তুফান কনভেনশন সেন্টারে বেসরকারি প্রতিষ্ঠান ‘উপশম’ সাতক্ষীরার সহযোগিতায় এবং Humanity Beyond Barriers (USA) এর অর্থায়নে এ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচ’র শিক্ষার্থী ও জনতা ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র পিন্সিপ্যাল অফিসার মাগফুর রহমানের সভাপতিত্বে ও এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সংগঠক শেখ কামরুজ্জামান রাসেল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও দন্ত চিকিৎসক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা। স্বাগত বক্তব্য রাখেন উপশম এর সাধারণ সম্পাদক কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ সাবিনা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন উপশম’র কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট আয়কর আইনজীবী শরিফ হাসান রেজা, শফিউল হাসান, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়কক সম্পাদক শিমুল শামস্ প্রমুখ। বক্তারা বলেন, বেসরকারি প্রতিষ্ঠান উপশম সমাজের বিভিন্ন পর্যায়ে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগকালে অসহায়-দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় করোনায় আক্রান্তদের জন্য ফ্রি অক্সিজেন সেবা প্রদানের লক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ৪টি অক্সিজেন সিলিন্ডার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রদের সংগঠন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব সাতক্ষীরার সদস্যদের হাতে তুলে দেন উপশম সংগঠনের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াছমিনসহ অতিথিবৃন্দ। এরআগে কুষ্টিয়া জেলায়ও উপশম সংগঠনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র তানজিম কালাম তমাল, ফারুকুজ্জামান ডেভিট, মো. আব্দুল্লাহ, শেখ সোহান আহমেদ, মীর জাবেদ জিতু, আহসানুস সালেহীন ইভন, শেখ ইয়াছিন প্রমুখ।