সাতক্ষীরা তুফান কোম্পানী লি. এর একটি অঙ্গ প্রতিষ্ঠান ‘তুফান ফার্মেসী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তুফান ডেন্টাল ক্লিনিক সংলগ্ন তুফান ফার্মেসী’র উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের পেশ ইমাম ও খতিম মাওলানা ইয়াছিন আরাফাত। এসময় উপস্থিত ছিলেন তুফান কোম্পানী লি. এর প্রতিষ্ঠাতা মরহুম মোসলেম সাহেবের পুত্র আব্দুল্লাহ সিরাজ, ডা. মো. আবুল কালাম বাবলা, শেখ আব্দুস সোবহান খোকন, তুফান কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল ও মীর তাজুল ইলাম রিপন, কাজী তানভীর রোমেলসহ তুফান কোম্পানীর সকল অঙ্গ সহযোগি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া অনুষ্ঠানে জানানো হয়, তুফান ফার্মেসী তুফান কোম্পানীর একটি সেবামূলক প্রতিষ্ঠান। ঔষধের গুণগত মান বজায় রাখতে তুফান ফার্মেসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক দাম এবং সেবার মান ধরে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তুফান কোম্পানী লি. এর প্রতিষ্ঠান ‘তুফান ফার্মেসী’ উদ্বোধন
সেপ্টেম্বর ২ ২০২১