সাতক্ষীরা শহরে অবস্থিত ‘মের্সাস শফি ফার্নিচার গ্যালারি’তে অভিজ্ঞ সেলসম্যান নিয়োগ দেওয়া হবে। অন্য যে কোন প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত অথবা কর্মরত ছিলেন শুধুমাত্র তারাই আবেদন করবেন। অনভিজ্ঞ, লেখা-পড়ায় অধ্যায়নরত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। বেতন: আলোচনা সাপক্ষে।
আগ্রহী প্রার্থীদের ০১ কপি ছবি, ভোটার আইডি কার্ড এর ফটোকপিসহ বায়োডাটা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
ম্যানেজিং ডাইরেক্টর
শফি ফার্নিচার গ্যালারি
চায়না বাংলা শপিং কমপ্লেক্স এর বিপরীত পাশে,
শহীদ কাজল স্বরনী
সাতক্ষীরা।