শ্যামনগরে র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার


মে ২ ২০২১

র‌্যাবের অভিযানে পটুয়াখালী আদালতে দায়ের করা প্রতারণা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীর নাম মোঃ কুদ্দুস গাজী (৩০)। সে শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের মোঃ আবুল গাজীর ছেলে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ মে রাত ৯টা ১০ মিনিটের সময় শ্যামনগর থানার কলবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কলাপাড়া, পটুয়াখালীর সিআর-২৮৬/১৭, ধারা-৪২০ দঃ বিঃ, পি-৫৬৯/১৯, তারিখঃ ১৫/০৯/ ২০১৯ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ধৃত ওয়ারেন্টভূক্ত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইনে কেনাকাটা করুন