ঐতিহ্যবাহী কামালনগর জামে মসজিদের কমিটি গঠন করা হয়। ১৯ মে বাদ আছর মুসুল্লিদের উপস্থিতে বিশিষ্ট সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুতায়াল্লির প্রস্তাবে সবাই দু’হাত উঁচু করে ডা: আবুল কালাম বাবলাকে সভাপতি ও পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এসময় সবার মতামতের ভিত্তিতে সাংবাদিক আমিরুজ্জামান বাবুকে সহ-সভাপতি ও শেখ মইনুর রশিদকে যুগ্ম-সম্পাদক মনোনিত করা হয়। আগামী দশ দিনের ভিতরে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। এসময় মসজিদের মোতায়াল্লি কামরুজ্জামান (আজাদ) উক্ত কমিঠির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় সভাপতির অনুমতিক্রমে সাংবাদিক আমিরুজ্জামান বাবু বিগত ৩ বছরের আয়-ব্যয়ের হিসাব সকল মুসল্লিদের সামনে পেশ করেন এবং সর্বসম্মতিক্রমে এই হিসাব পাশ করা হয়। সব শেষে মসজিদ কমিটির সকল প্রয়াত সদস্য ও মুসল্লিদের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি মাও: ইয়াছিন আলম খান।
কামালনগর বড় মসজিদের কমিটি গঠন: বাবলা সভাপতি, সম্পাদক চিশতি
মে ২২ ২০২১