সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


মার্চ ২৬ ২০২১

আব্দুর রহমান: স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, তাজুর রহমান, দিপাসিন্ধু তরফদার, ফাতেমা নাসরিন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেরন মাও. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আবু সাঈদ। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।