৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন কালুর গণসংযোগ


ফেব্রুয়ারি ৬ ২০২১

নিজস্ব প্রতিনিধি: আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ৭নং ওয়ার্ডের রইচপুর পূর্বপাড়া, রাজ্জাকের মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও পানির বোতল প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমি পুনরায় নির্বাচিত হলে আপনাদের সকল উন্নয়নমূলক দাবী পূরণ এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে এলাকার সামগ্রীক উন্নয়নে কাজ করবো। এসময় ভোটাররা পুনরায় শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে বিপুল ভোটে নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।’ এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি রুহুল কুদ্দুস, আসাদুজ্জামান লাভলু, রফিকুল ইসলাম সাগর, আব্দুল জলিল, হিরাসহ স্থানীয় কর্মী ও সমর্থকবৃন্দ।