আব্দুর রহমান/ মাসুদ আলী: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা মানিকতলায় আহম্মাদ আলী সরদারের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। এসময় তিনি বলেন, ‘আমি গত নির্বাচনেও মেয়র প্রার্থী ছিলাম। এবারও আপনাদের দাবীর প্রেক্ষিতে মেয়র প্রার্থী হিসেবে আছি। আপনাদের দোয়া ও সমর্থনে আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে সাতক্ষীরা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করবো। সব সময় আপনাদের সেবায় কাজ করে যাবো। তাই একটি বার আমাকে মেয়র হিসেবে সুযোগ দিয়ে আাপনাদের কাঙ্খিত সেবা প্রদানের সুযোগ দিন।’ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার আবু বক্কর ছিদ্দিক, সৈয়দ একতিয়ার আলী তিতু, আব্দুল্লাহ আল মামুন রাজু, ইমামুল ইসলাম শরিফ, সিরাজুল ইসলাম, শাফিন আরমান খান প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ভোটারদের মাঝে নারকেল প্রতীকের লিফলেট প্রদান করেন মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাছির উদ্দিন।
পৌরবাসীর কাঙ্খিত সেবা প্রদানের অঙ্গিকার: নাছিম ফারুক খান মিঠু
ফেব্রুয়ারি ৬ ২০২১