সাতক্ষীরায় করোনার উপসর্গে নারীর মৃত্যু


ডিসেম্বর ৪ ২০২০

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে সামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা উপসর্গে মৃত নারীর নাম সাবিত্রী দাস (৫৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের হরেন্দ্র নাথ দাসের স্ত্রী।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান,জ্বর , সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি হন সাবিত্রী দাস। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। মৃত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই নারীর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে ৪ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত মারা গেছেন অন্তত: ১২২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন।