স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত শহিদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় কে,এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক ম-লীর সভাপতি কমরেড অজিত কুমার রাজবংশী, ১৩নং লাবসা ইউনিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাইদ আলী সরদার, টিটিসি সাতক্ষীরার জবপ্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়ার ইন্সট্রাক্টর মো. আনারুল ইসলাম। এসময় টিটিসি’র সকল ইন্সট্রাক্টর ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।