দেবহাটা উপ-নির্বাচনে প্রিজাইডিং ও সরকারী কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময়


ডিসেম্বর ৬ ২০২০

রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা উপ-নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান। এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপ-নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ ও উপ-নির্বাচনে আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমান সহ সকল সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশান হাইস্কুলে উপ-নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, উপ-নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা শরিফুল ইসলামসহ সকল প্রিজাইডিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলায় আগামী ১০ ডিসেম্বর উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে মোট ৪০ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। ইতিমধ্যে নির্বাচন অফিস থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে।