‘করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের খড়িবিলা গাজীপাড়ায় পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আবু বক্কার ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। উঠান বৈঠকে করোনা ভাইরাস কি, এটি কিভাবে ছড়ায়? করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধের উপায়সহ সাধারণ মানুষকে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডের প্রতিটি মহল্লায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতার লক্ষে উঠান বৈঠক এবং লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনারা সুস্থ থাকলে, আপনার পরিবার সুস্থ থাকবে। আপনার পরিবার সুস্থ থাকলে সমাজ এবং দেশের মানুষ সুস্থ থাকবে। তাই আসুন আমরা সম্মিলিতভাবে করোনা মহামারীর দ্বিতীয় ধাপ প্রতিরোধে নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী রাবেয়া পারভীন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, কার্যকরি সদস্য আনারুল ইসলাম এতিম, বাগবাটি আঞ্চলিক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন মাখাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আল আমিন, সাবেক যুবলীগ নেতা ফজলু ঢালী, নাজির গাজী, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, কাশেম গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠকে উপস্থিত শত শত নারী-পুরুষের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
করোনা ভাইরাস প্রতিরোধে পৌর কাউন্সিলর কালুর উঠান বৈঠক
ডিসেম্বর ১৩ ২০২০