ইঁদুর মারার ইলেকট্রিক ফাঁদে জড়িয়ে মৎস্যজীবী গুরুতর আহত


নভেম্বর ২৫ ২০২০

সাতক্ষীরায় ইঁদুর প্রতিরোধে ধানের বীজতলায় পাতা ইলেকট্রিক তারে জড়িয়ে এক মৎস্যজীবি মারাত্মক জখম হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা বিলে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মৎস্যজীবির নাম মোঃ আরশাদ আলী সরদার (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আরশাদ আলী জানান, প্রতিবেশী শাহীনুরকে নিয়ে তিনি মঙ্গলবার সন্ধ্যার পর বকচরা বিলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বকচরা গ্রামের আকবর সরদারের ছেলে জিয়ারুল ইসলামের বীজপাতার চাতরের পাশ দিয়ে যাওয়ার সময় ইঁদুর প্রতিরোধে পাতা সরু ইলেকট্রিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা শাহীনুর তার দু’পায়ে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তার ছাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই তার পা থেকে ছাড়ানোর আগেই তিনি মারাত্মক জখম হন। খবর পেয়ে ছেলে বিল্লালসহ কয়েকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তানভির আহম্মেদ জানান, আরশাদ আলীর দুই পা ইলেট্রিক তারে জড়িয়ে মারাত্মক জখম হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। ধানের পাতার চাতরের মালিক জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আরশাদ আলীর যাবতীয় চিকিৎসা খরচ তারা বহন করবেন।