স্টাফ রিপোর্টার: মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলনারোড মোড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার কার্যালয়ে মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমান। এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ এর উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছেন। প্রতিটি জেলায় ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই সাতক্ষীরা জেলার ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে এবং যাতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেলক্ষে কাজ করছি। এতে গ্রাহকের ভোগান্তি আর থাকবে না। এছাড়া প্রি প্রেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ বিভাগে ডিজিটালের ছোঁয়া লেগেছে। সাতক্ষীরায় শতভাগ প্রি পেইড মিটার স্থাপন করা হয়েছে।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আনছারুজ্জামান, যুগ্ম সম্পাদক ও মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি মো. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ ব্যাংকার আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক মঞ্জুরুল, উপদেষ্টা পেশকার এসএম আব্দুল জলিল, উপদেষ্টা ও তালা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তফরদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান নবাবু, বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি ও জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি বিকাশ চন্দ্র দাশ, সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, হাজী মহসিন মোল্লা, ডা. এএফএম একরামুল হক প্রমুখ। ‘প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছে দেওয়ায় অংশ হিসেবে মধুমল্লারডাঙ্গী গ্রামে বিদ্যুতায়নের উন্নয়ন করায় মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির পক্ষ থেকে ওজোপাডিকো সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী জিয়াউল হককে ফুলেল শুভেচ্ছা জানান।
মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির মাসিক সমন্বয় সভা
নভেম্বর ৭ ২০২০