সাতক্ষীরা জজকোর্টে দুর্নীতিগ্রস্ত আইনজীবীরা ডিও লেটার না পেয়ে অপপ্রচার চালাচ্ছে


অক্টোবর ৬ ২০২০

সাতক্ষীরা জজকোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) এড. আব্দুল লতিফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে কয়েকজন আইনজীবী প্রতিবাদ সমাবেশ করায় সাতক্ষীরা জজকোর্টর আইনজীবিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রোববার কতিপয় আইনজীবীদের নিয়ে দুর্নীতিগ্রস্ত আইনজীবী এড. আজাহার হোসেন’র নেতৃত্বে পিপি এড. আব্দুল লতিফের বিরুদ্ধে মিথ্যা, কুরুপিপূর্ণ বক্তব্য দিয়ে প্রতিবাদ সমাবেশ করায় আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছে।
প্রকৃতপক্ষে, কতিপয় দুর্নীতিগ্রস্ত আইনজীবীদের সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য ডিও লেটার দেয়নি। ফলে তারা আইন কর্মকর্তা না হতে পেরে এধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে সাতক্ষীরা জজকোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) এড. আব্দুল লতিফ সকল দুর্নীতির উর্দ্ধে থেকে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে মানুষের সেবা প্রদান করে যাচ্ছেন বলে জানান আইনজীবীরা।
আইনজীবীরা আরো জানান, ‘জামায়াত শিবিরের মামলা পরিচালনায় বর্তমান পিপি এড. আব্দুল লতিফ কঠোর ভূমিকা রাখায় কতিপয় স্বার্থান্বেষী মহল মিথ্যা উক্তি ব্যবহার করে অভিযোগ এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এড. সাহেদুজ্জামান সাহেদ এবং এড. রায়হান অধিকাংশ জামায়াত-শিবিরের মামলা পরিচালনা করে। এছাড়া এড. আজাহার হোসেন দুর্নীতির দায়ে নোটারী পাবলিক থেকে বহিস্কৃত হন বলে জানান আইনজীবীরা।’
সাতক্ষীরা জজকোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) এড. আব্দুল লতিফ জানান, আমিসহ অন্যান্য আইন কর্মকর্তাদের নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। দুর্নীতিগ্রস্ত এড. আজহার হোসেন কতিপয় আইনজীবিদের ভুল বুঝিয়ে এবং কয়েকজন আইনজীবির স্বাক্ষর জালিয়াতি করে একটি অভিযোগ উপস্থাপন করেছেন। রোববার সকালে কয়েকজন আইনজীবীদের সাথে নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাছ না পেয়ে ছিপে কামড় মারার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।