সাতক্ষীরায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


অক্টোবর ২৭ ২০২০

সাতক্ষীরা প্রতিনিধি: আলোচনা সভা, র‌্যালি ও কেককাটার মধ্যদিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের সঙ্গীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্রো, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, এড. আরিফুর রহমান আলো, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সহ সভাপতি মনজুর মোরশেদ মিলন, আশাশুনি মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মনিরিজ্জামান প্রিন্স, শিবলু, ফাহিম হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আলিমুজ্জামান।