সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মতবিনিময় সভা


অক্টোবর ২২ ২০২০

সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এসএম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল হাউজ কমিটি ও ৫নং ট্রাইবুনাল’র চেয়ারম্যান পারভেজ আলম খান। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি এড. জহরুল হায়দার বাবু, এড. শহিদুল আলম, এড. মোক্তার হোসেন কান্টু, এড. শেখ সিরাজুল ইসলাম, এড. জামিনী কান্ত সরদার, এড, শম্ভুনাথ সিংহ, এড. সাইদুজ্জামান জিকো প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ একটি সুসংগঠিত সংগঠন। সকলকে সম্মিলিতভাবে এই সংগঠনকে আরো গতিশীল করতে হবে। একটি কুচক্রী মহল সাতক্ষীরার আইনজীবীদের সংগঠনকে নিয়ে নানান ষড়যন্ত্র ও মিথ্যা কুৎসা রটনার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কুচক্রী মহলকে আমরা আর কখনোই সাতক্ষীরা আইনজীবী সমিতিতে ঠাই দিবো না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে সাতক্ষীরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির আরো গতিশীল ও কার্যকর করতে হবে।’ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. অনিত মুখার্জী।