মসজিদের উন্নয়নে অনুদান দিলেন সৈয়দ আমিনুর রহমান বাবু


অক্টোবর ৬ ২০২০

স্টাফ রিপোর্টার: বিনেরপোতা দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদ উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ থেকে এ অনুদানের চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মিসেস রোজিনা কান্টু, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল হক প্রমুখ।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু তার নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এছাড়া তিনি নিজ উদ্যোগে জেলার বিভিন্ন অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।