সাতক্ষীরায় ভারতীয় পাথর বোঝায় ট্রাক থেকে ৯১ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ট্রাক ও চালককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যায় বৈধ পথে বাংলাদেশে আমদানিমুখী পাথর নিয়ে ওই চালক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, আটক ভারতীয় চালকের নাম জহুরুল ইসলাম। তার বাড়ি ভারতের বসিরহাট আমারপুর নামক এলাকায়। তাকে পাথর বোঝাই গাড়ি ও ফেন্সিডিলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভোমরায় ফেন্সিডিল ও ভারতীয় ট্রাকসহ চালক আটক
অক্টোবর ৮ ২০২০