ফ্রান্সের পণ্য বয়কটের দাবীতে উত্তাল সাতক্ষীরা


অক্টোবর ৩১ ২০২০

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা, জাতীয় মুফাসচ্ছির পরিষদ ও জেলা হাফেজ পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাও. আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ মাও. জাহাঙ্গীর আলম। মাও. মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মাওলানা তাওহীদুর রহমান, মাওলানা শাহাদাত হোসাইন, হাফেজ জুলফিকার আলী, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন, মুফতি আখতারুজ্জামান, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা আবুল হোসেন, হাফেজ মাওলানা আব্দুল হাকিম প্রমুখ। এসময় আলেম ওলামা, তৌহিদী জনতা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবুসহ ধর্মপ্রাণ মুসল্লী মানবন্ধেেন অংশ নেয়। হাজারও মানুষ রাস্তার দুইধার দিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল পন্য বয়কট করার প্লাকার্র্ড নিয়ে স্লোগানে স্লোগানে শহর মুখরিত করে তোলে। ফ্রান্স সরকারের গ্যাস, ঔষধসহ সকল পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে নবী প্রেমিকরা হাত তুলে অঙ্গিকার করে। বক্তারা বলেন, যারা নবীকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করেছে তারা ইসলামের শত্রু। ফ্রান্স সরকার মুসলিমদের কলিজায় আঘাত করেছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। বক্তারা সরকারকে রাস্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহবান জানান। সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার জোর দাবী জানান। রাস্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদের জোরদাবী জানান। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল বাশার।