আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়নের শতাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রাণসায়ের খালের বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। আগামী সাতদিন পানি নিস্কাশন অব্যাহত থাকবে। সাতদিন পর পানি নেমে গেলে পুনরায় বাঁধ নির্মাণ করে প্রাণসায়ের খাল পুনখননের কাজ শুরু হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এ নির্দেশ দেন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরি, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ: প্রাণসায়ের খাল পুন:খননের জন্য বাঁধ দেয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধহয়ে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়েপড়ে। বর্ষা মৌসুমের আগে বা পরে না বেঁধে ভরা বর্ষা মৌসুমে খালে বাঁধ দেয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এঘটনায় এলাকাবাসী ২৬ সেপ্টেম্বর ওই চার ইউনিয়নের সহস্রাধিক সাধারণ মানুষ মানববন্ধন করে প্রাণসায়ের খালের ভেঁড়িবাঁধ অপসারণের জোর দাবি জানান। এছাড়া সার্কিট হাউজে আগত জনপ্রশাসন সচিব ইউসুফ হারুনের কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।