শ্যামনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ


সেপ্টেম্বর ৩০ ২০২০

শ্যামনগর প্রতিনিধি: রাস্তার দুপাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে জন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ভ্রম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় ঈশ্বরীপুর ইউনিয়নের কালিমন্দির সংলগ্ন রাস্তার দু’ধারে স্থাপিত একাধিক স্থাপনা ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে উচ্ছেদ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। রাস্তার দুধারে অবৈধ স্থাপনা নির্মান না করার জন্য তিনি স্থানীয়দের পরমার্শ দেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান। এদিকে দীর্ঘদিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় জনগণ কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।