স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাংগী নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউপি সদস্য মো. সাঈদ’র হাতে এ অনুদানের চেক প্রদান করেন। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রয়েছে। এছাড়াও অসহায়, দুস্থ এবং অসুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এধরনের কার্যক্রম চলমান থাকবে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’
উল্লেখ্য, সম্প্রতি লাবসা ইউনিয়নের খেলারডাংগী নূর জামে মসজিদ সংলগ্ন ‘ঈদগাহ’ নির্মাণ করে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
লাবসায় মসজিদের উন্নয়নে অনুদানের চেক প্রদান করলেন সৈয়দ আমিনুর রহমান বাবু
সেপ্টেম্বর ২৬ ২০২০