যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে জখম


সেপ্টেম্বর ২৯ ২০২০

আহসান উল্লাহ বাবলু: আশাশুনিতে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে মারাত্মক জখম করেছে পাষণ্ডস্বামী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুল্যা গ্রামে। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত ওই গৃহবধু সখিনা আক্তার (২২) জানান- প্রায় ৬ বছর আগে কুল্যা গ্রামের আজিজ শাহাজীর ছেলে সোহাগের সাথে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। আড়াই বছর বয়সী আমাদের একটি মেয়ে আছে।বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আমার বাবা গুনাকরকাটি গ্রামের হানিফ গাজী বিভিন্ন সময়ে আমার স্বামীকে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা যৌতুক দিয়েছেন। এরপরও সে অন্য এক মেয়ের সাথে সম্পর্কেজড়িয়ে পড়ে আমাকে প্রায়ই মারধোর করতে থাকে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে আমি বাবার বাড়ি গিয়ে সন্ধ্যার আগেই বাড়ী ফেরার পরই সে আমাকে মারপিট করে।এরপর মঙ্গলবার ভোরে সে আমকে বাপেরবাড়ি চলে যাবার কথা বলেই লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায় আমার জ্ঞান হারিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে আমার বাপের বাড়ীর লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি আমার স্বামী ও তার বোনেদের অত্যাচার থেকে বাঁচতে আইনের আশ্রয় নিয়েছি।এ রিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছিল।