আহসান উল্লাহ বাবলু: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এএসআই মিলন হোসেন সঙ্গীয় অফিসার এসআই আজিজুল ইসলাম, এএআই সাইফুল ইসলামসহ ফোর্স এর সহায়তায় কালীগঞ্জ উপজেলার ড্যামরাইল গ্রামের সন্তোষ কয়াল এর ছেলে বিধান চন্দ্র কয়াল (৪২) কে ২৫ বোতল ফেন্সিডিলসহ গোপন সংবাদের ভিত্তিতে নৈকাটি ইট ভাটার পাশ থেকে আটক করেন। মাদক আইনে ২৩ (৯) ২০২০ মামলা রুজু করে শনিবার দুপুরে আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সেপ্টেম্বর ২৭ ২০২০