প্রেমিকের মৃত্যুর ২৪ ঘন্টা পর প্রেমিকার আত্মহত্যা


সেপ্টেম্বর ২৬ ২০২০

রংপুর ব্যুরো: রংপুর নগরীতে প্রেমিকের মৃত্যুর ২৪ ঘন্টার ব্যবধানে শোক সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার নামে এক প্রেমিকা। গত বৃহস্পতিবার নগরীর ৪ নং ওয়ার্ডের খটখটিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। তানিয়া একই এলাকার বাদিয়াটারি মহল্লার আব্দুল গণির মেয়ে ও স্থানীয় খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এর আগে বুধবার তানিয়ার প্রেমিক ওই এলাকার গোলজার মিয়ার ছেলে রাজমিস্ত্রী তানভীর নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তানিয়ার সঙ্গে তানভীরের প্রেমের সর্ম্পক ছিল। কিন্তু তাদের পরিবারের লোকজন এ সম্পর্ক মেনে নিতে পারেননি। এ নিয়ে বিরোধের জেরেই গত বুধবার দুপুরে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তানভীর। এ ঘটনার ২৪ ঘণ্টার মাথায় তার প্রেমিকা তানিয়া বৃহস্পতিবার দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এব্যাপারে নগরের পশুরাম থানার এসআই অনিক জানান, তানিয়ার মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।