স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির সাবেক প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম মহসিন হোসেন বাবলুর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এড. এ.বি.এম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. অসীম কুমার মন্ডলের পরিচালনায় কোরআন তেলওয়াত করেন আলহাজ¦ এড. নুরুল আমীন। দোয়া মোনাজাত করেন মো. রাউফুজ্জামান। বক্তব্য রাখেন এড. মোস্তফা জামান, এড. শেখ জুলফিকার আলম শিমুল, এড. সাইফুল আলম, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, হাফিজুর রহমান শিমুল, এম ঈদুজ্জামান ইদ্রিস, এড. মিজানুর রহমান, এড. শিহাব মাসউদ, এড. তোহা কামাল উদ্দিন, এড. সোহরাব হোসেন বাবলু, এড. আলমগীর আশরাফ, এড. সোহরাব হোসাইন, আবু সাইদ, মোঃ মাসুদুর জামান সুমন, জিএম মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, এড. শফিকুল ইসলাম, ইশারাত আলী, হেলাল উদ্দিন, এড. সালাহ উদ্দিন। নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সাবেক সভাপতি মহসিন হোসেন বাবলুর মৃত্যুতে আমরা শোকাহত। মহসিন হোসেন বাবলু ছিলেন অন্যায়ের প্রতিবাদকারী ও কলম সৈনিক। তার নেতৃত্বে সকল উপজেলা কমিটি গঠন করা হয়েছে। তার অনুপস্থিতিতে সংগঠন আরো গতিশীল ও শক্তিশালী করার জন্য সকল উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে পরবর্তী সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে প্রাণসায়ের খাল খননের জোর দাবী জানান এবং সাতক্ষীরায় রেল লাইন, পর্যটন করপোরেশন, পাবলিক বিশ^বিদ্যালয়, বিমান বন্দর, পুর্নাঙ্গ ভোমরা স্থলবন্দর, নদী খনন, টেকসই ভেড়ীবাধ, জলাবদ্ধতা নিরসনসহ নানাবিধ উন্নয়নমুখী কাজের জন্য সরকারের নিকট পর্যাপ্ত বরাদ্দের জোর দাবী জানান।
পরিবেশ রক্ষা কমিটি’র উদ্যোগে মহসিন হোসেন বাবলুর স্মরণ সভা
সেপ্টেম্বর ২৬ ২০২০