দেবহাটায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩


সেপ্টেম্বর ২৮ ২০২০

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলিয়ে মোট তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার)’র দিক নির্দেশনায়, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স দেবহাটা থানার মামলা নং- ০৪(০৯)২০২০ এর আসামী ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের সবুজ শেখের ছেলে তরিকুল ইসলাম লিটনকে দশ বোতল ফেন্সিডিল সহ আটক করে। পরে দেবহাটা থানার দায়েরকৃত মামলার পলাতক আসামী উপজেলার বহেরা গ্রামের নুর আলী সরদারের ছেলে সেলিম হোসেনকে গ্রেফতার করে। এছাড়া এএসআই রশিদুল ইসলাম, সঙ্গীয় এএসআই সোহেল উদ্দীন নন-জিআর ১/১৮ (দেব), এর আসামী গোবরাখালী গ্রামের দবির উদ্দীন সানার ছেলে শফিকুল সানাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।