জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালিত


সেপ্টেম্বর ২৮ ২০২০

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি শিশু পরিবার মিলনায়তনে জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি আলমের নেতৃত্বে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি যুবনেতা এড. তামিম আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, যুবলীগ নেতা তাইজুল ইসলাম, রাজ প্রমুখ। এসময় জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইউনুছ আলী।