গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পরানপুর ও যাদা বাজারে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেককাটার মাধ্যমে দুটি পৃথক কর্মসূচি পালন করা হয়। কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএম রেজাউল করিমের সভাপতি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
সেপ্টেম্বর ২৮ ২০২০