“সাতক্ষীরা বাসীর দৃষ্টি আকর্ষণ”


জুন ৪ ২০২৪

“সাতক্ষীরা বাসীর দৃষ্টি আকর্ষণ” সবার অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, “তুফান ডেকোরেটর প্যালেস” সাতক্ষীরা ৫ যুগেরও বেশি ঐতিহ্যবাহী সুনামধন্য একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব এ, কে, এম আব্দুল্লাহ সিরাজের ইন্তেকালের পর থেকে উনার বড় মেয়ে তামান্না তাসলিম প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়ে সুষ্ঠু ভাবে পরিচালনা করে যাচ্ছেন। উল্লেখ্য এই প্রতিষ্ঠানের বিগত ম্যানেজার খায়রুল বাসারকে বিশেষ কারণবশত চাকুরী থেকে অব্যহতি দেওয়া হয়। যার ফলে খায়রুল বাসারের সাথে উক্ত প্রতিষ্ঠানের কাজের সংশ্লিষ্ট ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্যে সকলকে অনুরোধ করা হচ্ছে। যদি কেও উক্ত প্রতিষ্ঠানের সদ্য অব্যহতি পাওয়া ম্যানেজার খায়রুল বাসারের সাথে কাজে এবং লেনদেনে জড়িয়ে পড়েন তাহলে কতৃপক্ষ দ্বায়ী থাকবে না। সাতক্ষীরা বাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগীতায় “তুফান ডেকোরেটর প্যালেস” এগিয়ে যাবে এমনই প্রত্যাশা। ধন্যবাদান্তে তামান্না তাসলিম পরিচালক “তুফান ডেকোরেটর প্যালেস” তুফান কোম্পানি, রাধানগর সাতক্ষীরা। যোগাযোগ- ০১৩০৭৭৭০৫৩০ ০১৭১১২৭৩৪৭৪