সাতক্ষীরায় প্রথমবারের মতো রাগবি প্রতিযোগিতায় ভোমরা ইউনিয়ন চ্যাম্পিয়ন


নভেম্বর ৮ ২০২১

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় প্রথমবারের মতো ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তৃর্ণমূল রাগবি প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে সদরের ভোমরা ইউনিয়ন রাগবি দল। তারা সাতক্ষীরা পৌরসভা রাগবি ক্লাবকে ২৬-০ পয়েন্টে হারায়। সোমবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পৃষ্ঠপোষকতায়, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং সাতক্ষীরা রাগবি ক্লাবের আয়োজনে এই তৃণমূল রাগবি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মনিরুল ইসলাম। বাংলাদেশ রাগবি ফেডারেশন (ভিসি) কোর্স ও সাতক্ষীরা রাগবি ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ফিফা রেফারি ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান বাবু, তুফান কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টরম লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য তানজিম কামাল তমাল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক। দিনব্যাপী অনুষ্ঠিত ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তৃণমূল রাগবি প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। তারা হলেন, পৌরসভা রাগবি দল, ধুলিহার ইউনিয়ন রাগবি দল, লাবসা ইউনিয়ন রাগবি দল ও ভোমরা ইউনিয়ন রাগবি দল। খেলায় প্রতিটি দল একে অপরের সাথে মুখোমুখি হয়। তার মধ্যে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত ভোমরা ইউনিয়ন রাগবি দল ও পৌরসভা রাগবি দল দুটি ফাইনালে উঠে। এতে ভোমরা রাগবি দল ২৬-০ পয়েন্টে পৌরসভা রাগবি দলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। প্রতিটি খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন আল ইমরান। এরআগে সকালে চারদলীয় রাগবি প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম।