বঙ্গবন্ধু ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ তুফান স্পোর্টিং ক্লাব


নভেম্বর ১৬ ২০২১

শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। খেলাধুলাসহ কোনো কাজেই পিছিয়ে নেই শারীরিক প্রতিবন্ধীরা। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর যৌথ আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন জেলার হয়ে প্রতিনিধিত্ব করে এর প্রমাণ দিচ্ছেন তারা। মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল ও চট্রগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল অংশ নেন। শারীরিক প্রতিবন্ধকতা ছাপিয়ে চার-ছক্কা হাঁকিয়ে দর্শকদের নজর কাড়েন খেলোয়াড়রা। এতে চট্রগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল ৯৩ রান করে। সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল ২৩ রানে পরাজিত হয়ে রানার্সআপ হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, বিসিএপিসি’র সহ-সভাপতি ডা. মো আমিনুল ইসলাম প্রমুখ। খেলায় অংশ নেন গাজীপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম, ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম, চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম, সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম, দূরন্ত লালমনিরহাট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম। সাতক্ষীরা তুফান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও তুফান কোম্পানী লি. এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল জানান, ক্রীড়াঙ্গণের উন্নয়নে এবং জেলার যে কোন ভালো কাজে সাথে তুফান স্পোটিং ক্লাবের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, উদ্বোধনী খেলায় সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল ও গাজীপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। খেলায় গাজীপুর দলকে আট উইকেটে হারিয়ে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে সাতক্ষীরা। খেলায় ৯ রান ও এক উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাতক্ষীরা দলের খেলোয়ার মাহফুজ।