মাদরসাতুছ ছহাবাহ এতিমখানার ছাদ ঢালাই কাজের উদ্বোধন


সেপ্টেম্বর ২৭ ২০২১

মাদরসাতুছ ছহাবাহ (রাযি:) এতিমখানার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়াস্থ এ এতিমখানার ১ম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মোঃ আবুল কালাম বাবলা। ১৯৯৯ সালে স্থাপিত এই এতিমখানার ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবন নির্মাণ কাজে সহযোগিতার জন্য সমাজের ধর্মপ্রাণ বৃত্তবানদের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদরসাতুছ ছহাবাহ (রাযি:) এতিমখানার সভাপতি শেখ আজগার আলী, মুহতামিম সিরাজুল ইসলাম, হাফেজ ইয়াছিন আলম, হাজী কওছার মাস্টার, মাও. মাহমুদুল হাসান, ক্বারী শফিকুল ইসলাম, মাও মুফতি ইউসুফ, সোহাগ খান, আশরাফুল করিম ধনি, এড. আনিছুর রহমান, হাজী আব্দুল গফুর, হাজী নাসিমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এতিমখানার শিক্ষকবৃন্দ। উদ্বোধনী দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাও. আব্দুলল্লাহ।