সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন


আগস্ট ১৫ ২০২১

আব্দুর রহমান: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউট মিলনায়তনে একাডেমিক ইনচার্জ এম.এম নজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার, টুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী, এনভায়রনমেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দাস প্রমুখ। এর আগে খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্ফস্তবক অর্পণ এবং ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক নিবন্ধ রচনা, বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু বিষয়ক কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।