আব্দুর রহমান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১২টায় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নিজস্ব অর্থায়নে এ খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, আ.হ.ম তারেক উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কাশেম প্রমুখ। এসময় ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ২৭ হাড়ি রান্না করা খিচুরি বিতরণ করা হয়। অপরদিকে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলামের ব্যবস্থাপনায় আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এসময় সাধারণ সম্পাদক সমর্থিতদের উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুনসুর আলী, সহ সভাপতি মোহাম্মাদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সেলিম প্রমুখ। এসময় ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রান্না করা খিচুরি বিতরণ করা হয়।