আব্দুর রহমান: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, মো. আলাউদ্দিন, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, দীপাসিন্ধু তরফদার, মমতাজ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. আবু সাঈদ।
জাতীয় শোক দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা
আগস্ট ১৫ ২০২১