ইয়াস প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন সাতক্ষীরা তুফান কোম্পানী লি. এর পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা। এসময় তিনি স্থানীয় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও সুপেয় পানি সরবরাহ করেন। তিনি বলেন, চিংড়ি মাছ চাষের মাধ্যমে আমাদের দেশ এ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হয়। যার সিংহভাগ সাতক্ষীরা থেকে উৎপাদিত হয়। এই চিংড়ি শিল্পটাকে বাঁচিয়ে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতা ও শক্তিশালী ভেড়ী বাঁধ স্থাপনা করা জন্য আহ্বান জানান তিনি।
তুফান কোম্পানী লি. এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল জানান, ‘ইয়াসে ক্ষতিগ্রস্থ ভেড়িবাঁধ নির্মানে সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার অন্তর্গত পদ্মপুকুর, ঝাপা, কামালকাটি, পাতাখালি, গাবুরাসহ আরো অন্যান্য পার্শ্ববর্তী এলাকার চেয়ারম্যান, মেম্বর, গ্রামবাসী ও আব্বুর সার্বিক সহযোগিতায় প্রায় ৫ হাজার গ্রামবাসীদের নিয়ে ভেড়ি বাঁধ রক্ষায় একযোগে কাজ করে যাচ্ছেন।’