বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০-২১ কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে আজ শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা দল- কক্সবাজার জেলা দলের মুখোমুখি হয়। সাতক্ষীরা জেলা দল ও কক্সবাজার জেলা দল ২-২ গোলে ম্যাচ ড্র হয়। সাতক্ষীরা ফুটবল দলের পক্ষে সিদ্দিকুর রহমান ৩১ ও ৪২ মিনিটে দু’টি গোল করেন। অন্যদিকে, কক্সবাজার ফুটবল দরের পক্ষে শেখ আহমেদ ও জাহিদ ৯ ও ৯০+২ মিনিটে দু’টি গোল করেন। কুমিল্লায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ফুটবল ইভেন্টে পয়েন্টের সমীকরণে সাতক্ষীরা জেলা দল বি গ্রুপে প্রথম ম্যাচে কুমিল্লাকে ৩-০গোলে, দ্বিতীয় ম্যাচে রংপুরকে ২-১গোলে এবং তৃতীয় ম্যাচে কক্সবাজারের সাথে ২-২গোলে ড্র হাওয়াই তিন ম্যাচে ৭ পয়েন্ট পাওয়ায়, সাতক্ষীরা জেলা ফুটবল দল এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী ৪-৪-২০২১ তারিখ বিকাল সাড়ে তিনটায় বিকেএসপির সাথে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ান হতে সাতক্ষীরা বাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে সাতক্ষীরা
এপ্রিল ৩ ২০২১