সবার প্রিয় ফ্যাশন হাউস ইনফিনিটি মেগা মলের সাতক্ষীরা শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় শহরের তুফান কোম্পানী মোড়ে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে ইনফিনিটি মেগা মলের ১০২তম শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. মো. আবুল কালাম বাবলা, এইচআর ডিপার্টমেন্টের হেড অব ইনফিনিটি ফয়সাল আহমেদ, আব্দুল্লাহ সিরাজ, মীর তাজুল ইসলাম রিপন, কাজী তানভীর রোমেল, শেখ তানজিম কালাম তমাল, আবীর প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি বিধিমালা মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে ইনফিনিটি মেগা মলের বিক্রয় কার্যক্রম চলবে। উদ্বোধনী দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইয়াছিন আলম।
ইনফিনিটি মেগা মলের সাতক্ষীরা শাখা উদ্বোধন
এপ্রিল ২৪ ২০২১