আব্দুর রহমান: “স্বাধীনতা আমাদের অধিকার আদায়ের ভাষা স্বাধীনতা আমাদের অংকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রশান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও জেলার বারবার সেরা করদাতা আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা, শেখ আমজাদ হোসেন, শেখ মাকসুদুর রহমান মুকুল, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। আলোচনা সভার শুরুতে সাতক্ষীরা জেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াঙ রাত ১২টা ১মিনিটে শহরের খুলনা রোড মোড়ে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ খেকে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি ওসমান গনি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা পরিষদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত
মার্চ ২৬ ২০২১