আব্দুর রহমান: স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির সুবর্ণজয়ন্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে রেড ক্রিসেন্ট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা উপ পরিচালক এএসএম আক্তার হোসেন, যুব রেড ক্রিসেন্ট’র যুব প্রধান শেখ মুছা কাজিম আসিফ ও অফিস সহকারী কামরুল ইসলাম প্রমুখ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটে আলোচনা সভা
মার্চ ২৬ ২০২১