স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ফেব্রুয়ারি (রবিবার) সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের প্রচারণার শেষ দিনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে পুনরায় কাউন্সিলর হিসেবে বিজয়ী করতে কর্মী-সমর্থক ও ভোটারদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ৭নং ওয়ার্ডের ইটাগাছা বাঙালের মোড় থেকে একটি বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। পথসভায় কাউন্সিলর প্রার্থী ও ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, আমি আপনাদের অনুপ্রেরনায় পুনরায় পৌর নির্বাচনে অংশ নিয়েছি। আমার এবারের প্রতীক পানির বোতল। আপনাদের দোয়া ও সমর্থনে পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করবো এবং একটি আধুনিক ও ডিজিটাল ওয়ার্ডে রুপান্তরিত করবো। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার এলাকার ভোটাররা আবারও বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন এ বিশ্বাস ও ভরসা আমার আছে।’
৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন কালুর মোটরসাইকেল শোভাযাত্রা
ফেব্রুয়ারি ১৩ ২০২১