৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন কালুর মতবিনিময় সভা


ফেব্রুয়ারি ১০ ২০২১

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ৭নং ওয়ার্ডের খড়িবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভায় মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ফারহা দিবা খান সাথী, রাবেয়া পারভীন, জেলা ট্রাক ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, ৭নং ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক জামাল পাশা, আবু বক্কার ছিদ্দিক, অমেদ আলী সরদার, জাহাঙ্গীর আলম, রওশন আলী, সুভাষ কুমার মাখাল, তপন কুমার মাখাল, কিংকর মাখাল, গাজী বিল্পব, আলমগীর হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে পানির বোতল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।