৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী ফিরোজ হাসানের নির্বাচনী মতবিনিময় সভা


ফেব্রুয়ারি ১৩ ২০২১

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কাজী ফিরোজ হাসান বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর পিটিআই মাঠে শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন শেখ শাফি আহমেদ, কাজী হেদায়েত হোসেন রাজ, আব্দুর রাজ্জাক চঞ্চল, কবির হোসেন বাদশা, আব্দুর রহিম বাবু, সেলিম রেজা মুকুল, কামরুল হক চঞ্চল, অভি প্রমুখ। বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের সাথী কাজী ফিরোজ হাসানকে কাউন্সিলর হিসেবে বিজয়ী করতে পাঞ্জাবী প্রতীকে ভোট দিয়ে পুনরায় এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. রাশেদুজ্জামান রাশি।