নিজস্ব প্রতিনিধি: আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সৈয়দ মাহমুদ পাপা বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের মুনশিপাড়া ও মুনজিতপুর গ্রামের ভোটারদের সাথে কুশল বিনিময় ও ডালিম প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত কর্মী সমর্থকরা নির্বাচনী মিছিলে অংশ নেয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মঞ্জুর হোসেন, ইদ্রিস বাবু, মেজর আশরাফুল ইসলাম, কাজী আমিনুল হক ফিরোজ, কমল বিশ্বাস, সুকুমার অধিকারী, বিশ্বনাথ দাস, সুমন, জনি, রহমত আলী, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সৈয়দ মাহমুদ পাপার নির্বাচনী মিছিল
ফেব্রুয়ারি ৬ ২০২১