১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জলের মতবিনিময় সভা


ফেব্রুয়ারি ১০ ২০২১

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়া এলাকায় এ মতবিনিময় সভায় আব্দুল জব্বার কাগজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলতাপুর রহমান, মোস্তাক আহমেদ শাহিন, আফিয়া ফাহমিদা, মীর আহসানুল হক, শফিউদ্দিন ময়না প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে জুলফিকার রহমান উজ্জলের বিকল্প নেই। আজকের এই মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতি সেটাই প্রমাণ করে। তাই জুলফিকার রহমান উজ্জলের পাঞ্জাবী প্রতীকে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল কাগজী।